Home আজকের গরম খবর ১২ নভেম্বর দশম সংসদের অষ্টাদশ অধিবেশন

১২ নভেম্বর দশম সংসদের অষ্টাদশ অধিবেশন

0
১২ নভেম্বর দশম সংসদের অষ্টাদশ অধিবেশন

আগামী ১২ নভেম্বর রবিবার বিকেল ৪টায় বসবে দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের আসন্ন অধিবেশন ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস ও উত্থাপিত হতে পারে। এ ছাড়া আলোচনা হতে পারে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

গত ১৪ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। গত ১০ সেপ্টেম্বর ওই অধিবেশন শুরু হয়। মোট ৫ কার্যদিবসের সপ্তদশ অধিবেশনে দুইটি সরকারি বিল পাস হয়। বিল দুটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০১৭ ও স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল বিল ২০১৭।