অস্থায়ী ভিত্তিতে রিসোর্স টিচার (আরটি) চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অনলাইনে আবেদনের শেষ সময় ২১ নভেম্বর বিকেল ৫টা।

সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রগ্রামের (সেসিপ) আওতায় রিসোর্স টিচার (আরটি) পদে এক হাজার লোক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। দেশের ১৪২টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পাঠদান করবেন এসব শিক্ষক। এক বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও বাড়তে পারে প্রগ্রামের মেয়াদ।

আবেদনের যোগ্যতা

রিসোর্স টিচার (আরটি) পদে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গণিত, বিজ্ঞান বা ইংরেজিতে স্নাতক, স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর হতে হবে। স্নাতকের বেলায় গণিত ও বিজ্ঞানে কমপক্ষে ৫০% নম্বর ও ইংরেজিতে ৪৫% নম্বর থাকতে হবে। বিএড, ডিপ-ইন-এড, এমএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ১ জুলাই ২০১৭ তারিখে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। অগ্রাধিকার পাবেন মহিলা ও বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্বাচিত উপজেলা ও সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা।

নির্বাচিত উপজেলার নাম পাওয়া যাবে বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে (www.sesip.gov.bd)। এনটিআরসিএ থেকে নিবন্ধিত না হলেও সদ্য পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরিরতদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে।

অনলাইনে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রগ্রামের (সেসিপ) ওয়েবসাইটে (www.sesip.gov.bd) পাওয়া যাবে আবেদন ফরম। ফরম পূরণ করতে হবে ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে। ফরম সাবমিট করার আগে ভুলত্রুটি আছে কি না দেখে নিতে হবে।