হাত মেলালেন ট্রাম্প-পুতিন
হাত মেলালেন ট্রাম্প-পুতিন

অল্প কিছু কথা হলো ট্রাম্প আর পুতিনের মাঝে। তবে কী কথা হলো, তা বলা যাচ্ছে না।

হয়তো কুশল বিনিময়ে বা গুরুত্বপূর্ণ দু-একটা বিষয়ে সামান্য কথা হতে পারে। ভিয়েতনামের দানাংয়ের ইন্টারকন্টিনেন্টাল দানাং সান পেনিনসুলা রিসোর্টে চলমান এশিয়া প্যাসিফিক মিটিংয়ে জড়ো হয়েছেন বিশ্বনেতারা।

মার্কিন প্রেসিডেন্টের অন্য পাশেই ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি তুলতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন সবাই। ট্রাম্প দাঁড়িয়েছিলেন দ্বিতীয় সারিতে। সেখানে তার অপর পাশেই ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুজনের দেখা হতেই একে অপরের সঙ্গে করমর্দন করলেন। আজ সকালেই এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের ২১ দেশের নেতারা এক হয়েছেন। সেখানে রাশিয়া এবং আমেরিকার প্রেসিডেন্টের এই করমর্দন বা সামান্য বাক্য বিনিময়ের ছবিটি বেশ ভাইরাল হয়েছে।

 

এই সামিটে অবশ্য এটাই দুজনের প্রথম দেখা বা করমর্দন নয়। গত রাতে এসব দেশের নেতাদের স্বাগতম জানানো হয় সামিটে। সেখানেও দুজন হাত মিলিয়েছেন।

আজ দিনের শুরু থেকেই ট্রাম্প বিভিন্ন মিটিংয়ে অংশ নেবেন। ভিয়েতনামের এই উপকূলীয় শহরে আয়োজিত অনুষ্ঠানে আশা করা হচ্ছে, ট্রাম্প আরো বড় পরিসরের কিছু সভায় উপস্থিত থাকবেন। নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাও বলবেন তিনি। আবার পুতিনের সঙ্গে তার কোনো প্রথাগত সাধারণ মিটিংও আশা করা হচ্ছে না। বিশেষ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে ফেলারই কথা। এমন দেখা-সাক্ষাৎ তো আর সব সময় হয় না, এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা।

প্যাসিফিক রিম ট্রেড প্যাক্টটি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ নামে পরিচিত। এই রিম থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই রিমের অন্যান্য দেশের সঙ্গে একক চুক্তিতে যাবে আমেরিকা। এদিকে, রিমের ১১টি দেশ আমেরিকাকে ছাড়াই ট্রেড প্যাক্টে উপনীত হয়েছে বলে জানা গেছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস