Home আজকের গরম খবর হজযাত্রীদের জন্য জেদ্দা থেকে মক্কা নতুন মহাসড়ক

হজযাত্রীদের জন্য জেদ্দা থেকে মক্কা নতুন মহাসড়ক

0
হজযাত্রীদের জন্য জেদ্দা থেকে মক্কা নতুন মহাসড়ক

হজযাত্রীদের সুবিধার্থে জেদ্দা-মক্কা বিকল্প মহাসড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার। রোববার দেশটির সড়ক মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল তোয়াইমির বরাতে একটি প্রতিবেদনে এ তথ্য প্ৰকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়- সারা বিশ্ব থেকে হজ ও ওমরা পালন করতে আসা হজযাত্রীদের জেদ্দা থেকে মক্কা যাতায়াতের সুবিধার্থে ৭২ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র ৩৫ মিনিটে হজযাত্রীরা জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা মসজিদুল হারামে পৌঁছতে পারবেন। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চারটি ধাপে এই প্রকল্প বাস্তবায়িত হবে। মহাসড়কটি জেদ্দা বিমান বন্দর থেকে উত্তর জেদ্দা, উবুর, আল যাওয়ার স্টেডিয়াম এবং বাদশাহ আবদুল্লাহ ইকোনোমিক সিটি হয়ে মক্কা আল মোকাররমায় পৌঁছবে।