সৌদি আরবে সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে সন্দেহভাজন আব্দুল্লাহ বিন মির্জা আলি আল-কাল্লাফ নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার রাতে ‘কুখ্যাত সন্ত্রাসী’ আব্দুল্লাহ বিন মির্জা আলি আল-কাল্লাফ নিহত হন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি গঠিত প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটি জানিয়েছে, আওয়ামিয়া ও কাদিয়াহ এলাকার মাঝে একটি খামারে অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনায় আব্দুল্লাহ নিহত হন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, আবদুল্লাহর ওপর নজর রেখে দেখা গেছে, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি আবদুল্লাহ। বরং সরাসরি গুলি চালাতে থাকেন।
স্টেট সিকিউরিটি বিবৃতিতে বলা হয়েছে, জাল লাইসেন্স প্লেটের একটি রুপালি রঙের হুন্দাই সোনাটা গাড়িতে ছিলেন আব্দুল্লাহ। নিরাপত্তা বাহিনী গাড়িটিকে থামাতে চেষ্টা করলে তিনি উল্টো গুলি ছোড়েন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে তিনি নিহত হন।
নিহত আব্দুল্লাহর গাড়ির ভেতর একটি কালাশনিকভ রাইফেল, একটি পিস্তল, গোলাবারুদ, সামরিক বাহিনীর পোশাক ও মুখোশ পাওয়া গেছে বলে দাবি করেছে স্টেট সিকিউরিটি।