সকল জল্পনা কল্পনা পেরিয়ে, সকল বিস্ময় কাটিয়ে, কিছু নতুন প্রত্যাশার আশা নিয়ে ব্যাপক উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হল তিন সিটি করপোরেশন নির্বাচন। সারা দিন ব্যাপী ছিল ভোট গ্রহন। ভোট গ্রহন চলা কালিন সময় ঘটে যায় অনেক বিচ্ছিন্ন ঘটনা যা পুরাটাই জনগনের প্রত্যাশার বাইরে। নির্বাচন হবে সুস্থ এবং নিরপেক্ষ এটাই ছিল জনগনের একমাত্র চাওয়া। কিন্তু ভোট চুরি এবং ভোট কেন্দ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল সর্বোপরি।
জনগনের এই আশাহত ফলাফল মেনে না নিতে পেরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন বিরোধী দলীয় সমর্থক প্রার্থী। তারা বলেন , সরকার তাদের সেই জাতীয় নির্বাচনের নিকৃষ্ট ঘটনাগুলোর পুনরাবৃত্তি করেছেন। তারা তাদের ক্ষমতার বলে জিততে চাইছেন।
এই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করে জার্মান বিএনপি এর সভাপতি এবং একজন প্রবাসী সফল ব্যবসায়ী জনাব দেওয়ান শফিকুল ইসলাম জার্মান ক্ষমতাসীন দল সি.ডি.ও এবং কোয়ালিশন পার্টি এস.পি.ডি এর সাথে তাৎক্ষনিক পৃথক পৃথক বৈঠকে বসেন ।
তাদের সাথে বাংলাদেশের বর্তমান অগণতান্ত্রিক পরিস্থিতির কথা ব্যক্ত করেন। সরকার এই সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে এটাই প্রমান করল যে তাদের দারা কোন সুস্থ সাভাবিক নির্বাচন সম্ভব নয় এবং ৫ই জানুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি এর অংশগ্রহণ না করা ছিল সঠিক । তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিএনপির আন্দোলনকে সাধুবাদ জানান । এও ব্যক্ত করেন যে বাংলাদেশে সুস্থ ও স্বাভাবিক নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ত অপরিহার্য। জার্মান বাংলা টিমকে তার দেয়া ভিডিও সাক্ষাতকার নিম্নে প্রকাশিত হল :