Home আজকের গরম খবর সাহারা মরুভূমির সোনালি বালুর ওপর বরফ

সাহারা মরুভূমির সোনালি বালুর ওপর বরফ

0
সাহারা মরুভূমির সোনালি বালুর ওপর বরফ

সব সময় ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে সেখানকার তাপমাত্রা থাকে। অথচ সোনালি বালুর ওপর সেখানেই এখন বরফ পড়ছে। কেবল বরফ পড়ছে না, চারিদিকে বরফে ঢেকে গেছে।

গত রবিবার ১৫ ইঞ্চি তুষারপাত হয়েছে সাহারা মরুভূমির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে। এর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সেখানে তুষার পড়েছিল।

২০১৬ সালেও বরফ পড়েছিল। ২০১৭ সালের পর আবার ২০১৮ সালেও বরফ পড়ছে সেখানে। তুষার পড়া দেখে ওই এলাকার বাসিন্দারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন।

সেখানকার বাসিন্দারা ভাবছেন, তবে কি নিয়মিতভাবে প্রতি বছর এখন থেকে তুষার পড়বে সেখানে। কামেল সেক্কোওরি নামের এক বাসিন্দা গত ৪০ বছরে বেশ কয়েকবার তুষারপাত দেখেছেন। তিনি জানান, এটা অবিশ্বাস্য ঘটনা।

তিনি আরো বলেন, বরফের ওপর দিয়ে হাঁটা সময় মঙ্গল গ্রহে হাঁটার অনুভূতি পাওয়া যায়।