গত ৩০শে মে ২০১৫ইং তারিখে জার্মানীর ফ্রাঙ্কফুর্ট শহরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল জার্মান আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন এবং পুনঃনির্বাচন। বাংলাদেশ আওয়ামীলীগ এর কর্ণধার, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন বেগম শেখ হাসিনার নেতৃত্তে জার্মান আওয়ামীলীগ নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতি তিন বছর পর পর এই সন্মেলন এবং কমিটি নিরবাচন করে আসছে জার্মান আওয়ামীলীগ। সন্মেলনের মুক্ষ বিসয়বস্তু ছিল সকল অন্ধকারাচ্ছন্ন বেরাজালের বেসটনি থেকে দেশকে রক্ষার কাজে এগিয়ে যাওয়া। সন্ত্রাশ্মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কারজকরি পদক্ষেপ গ্রহন করা এবং প্রবাশে থেকেও দেশের মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে নিজেকে প্রস্তুত করা।

11148506_826604917435374_4662080156752338376_n

জার্মান আওয়ামীলীগ এর সভাপতি জনাব বসিরুল আলম সাবুর সভাপতিত্তে উক্ত সন্মেলন পরিচালনা করা হয। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল। আওয়ামী বিশ্বাসী সকল বলিয়ান সৈনিকরা উচ্ছ্বাস ও উদ্দিপনা নিয়ে অনুষ্ঠানে যোগ দান করেন এবং তাদের মূল্যবান মত ব্যক্ত করেন।

সন্মেলন এর অন্নতম প্রধান উদ্দেশ্য ছিল দেশ নেত্রী শেখ হাসিনার অনুমতিতে জার্মান আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন। উক্ত নির্বাচন এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় জনাব বসিরুল আলম সাবু জার্মান আওয়ামীলীগের গর্বিত সভাপতি হিসেবে নিরবাচিত হন। অন্যদিকে জার্মান আওয়ামীলীগের অন্নতম প্রধান মুখ, আওয়ামী সৈনিক, নির্ভয়, সাহসী, সৎ, সুচিন্তক, দেশকে নিয়ে যার ভাবনা, দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্তে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্তয়ে উজ্জীবিত প্রাণ জনাব শেখ বাদাল আহমেদকে জার্মান আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।

11329838_826604954102037_4854166458741574573_n

জার্মান আওয়ামীলীগের চিরচেনা দুই প্রিয় মুখ জনাব বসিরুল আলম সাবু এবং শেখ বাদাল আহমেদ সকল আওয়ামী বিশ্বাসী এবং দেশকে উন্নত করার অঙ্গীকারে প্রতিশ্রুত সৈনিক দেরকে প্রাণঢালা শুভেচ্ছা ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ গ্যাপন করেন।

উক্ত পুনঃনির্বাচনে নির্বাচিত জার্মান আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদককে অনুষ্ঠানের এক পর্যায়ে ফুল দিয়ে অভিনন্দন জানায় জার্মান ছাত্রলীগের সকল উজ্জিবিত আওয়ামী বিশ্বাসী তরুণরা।