যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল কারিম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসসচিব জানান, ২৫ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গল-ব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।
সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থল এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।