ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকালে লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় প্রবেশের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টা উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন।