শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন রোববার জনসভা হবেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।

মওদুদ বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনে সেনা মোতায়েন ইত্যাদি দাবি নিয়ে এই জনসভার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভা হবেই।

নির্বাচনের আগে গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে অভিযোগ করেন মওদুদ আহমদ। তিনি বলেন, এই আইনটি করা হয়েছে নির্বাচনের আগে দুরভিসন্ধিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ৫৭ ধারায় যে বিধান ছিল সেটাকে এখন চারটা সেকশনের মধ্যে দিয়ে দিয়েছে। একটাই উদ্দেশ্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না, তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে।

মওদুদ আহমদ বলেন, আমি মনে করি ষোড়শ সংশোধনী রায় এবং এসকে সিনহার এই বই আমাদের রাজনৈতিক বলেন বা আমাদের সামাজিক জীবনে বলেন একটি ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। তার এই বই যুগ যুগ ধরে এ দেশের মানুষ স্মরণ করবে।

মজিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম প্রমুখ।