রাউজানে পালিত হলো বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস

0
651

চট্টগ্রামের রাউজান উপজেলায় উৎসবমূখর পরিবেশে পালিত হলো বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস। উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন গুলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬ তম জন্মদিন ও শিশু দিবস পালন করে।
রাউজান বিশ্ববিদ্যালয় কলেজেরউদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অধ্যক্ষ এ.কে.এম. আবদুর রশীদের সভাপতিত্বে ১৭ মার্চ মঙ্গলবার ফজলুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচলনা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সঞ্চালনে বক্তব্য রাখেন অধ্যাপিকা সুজাতা মুৎসুদ্দি, অধ্যাপক সাইফুল হক চৌধুরী, অধ্যাপক সেলিম নাওয়াজ চৌধুরী, অধ্যাপক নূরুল আব্বাছ, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দিন, অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক সবুজ দাশ, অধ্যাপক প্রদীপ কুমার বড়–য়া, অধ্যাপক নুরুল আজিম চৌধুরী, অধ্যাপিকা নার্গিছ আকতার, অধ্যাপিকা সৈয়দা কামরুন নাহার, অধ্যাপিকা অপর্ণা চৌধুরী, অধ্যাপিকা সীমা চক্রবর্ত্তী, অধ্যাপক তসলিম উদ্দিন, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ আশেক রাসূল, নিপা আকতার, নাইমুল হাসান প্রমূখ।
আলোচনা সভার শেষে কেক কেটে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

মোঃ আহসান হাবীব মিনহাজ ,
রাউজান