Home Random News রাউজানে আগুনে ৪ বসতঘর পুড়ে ভস্মিভূত

রাউজানে আগুনে ৪ বসতঘর পুড়ে ভস্মিভূত

0
390

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতঘর ভাড়াঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড সুলতানপুর কাজীপাড়া এলাকার আনু মিয়া হাজীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো কাজীপাড়া এলাকার আনু মিয়া হাজীর বাড়ির মোঃ আবু বক্কর, মোঃ আব্দুস ছাত্তার, মোঃ আবু কালাম, মোঃ আবু তৈয়ব এবং গহিরা এলাকার ডা. আনোয়ার চৌধুরী।
সুলতানপুর কাজীপাড়ার স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ইকরাম জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। চার বসতঘর পুড়ে ছাই হলেও কাজিপাড়া অগ্রনী যুব নিশানের সদস্যরা সহ রাউজান ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পেয়েছে আশেপাশের আরো প্রায় ১০/১২ বসতঘর।
জানা যায়, নূরুল আযম নামের এক শিক্ষার্থী রাউজান ফায়ার সার্ভিসকে মুঠোফোনে খবর দেয় সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রেনে আসে । ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি অগ্নিকান্ডের ঘটনায় চার পরিবারের নগদ প্রায় দেড় লক্ষ টাকা, ৫/৬ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। রাউজান ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাউজানে অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সবকিছু হারিয়ে বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বাস করছে।

মোঃ আহসান হাবীব মিনহাজ ,
রাউজান প্রতিনিধি