এবার যৌন হেনস্তার অভিযোগ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের বিরুদ্ধে। অভিযোগকারিণী খোদ তাঁর দলেরই এক নেত্রী। ইমরান তাঁকে ফোনে অশালীন মেসেজ পাঠাতেন। নোংরা ইঙ্গিত করতেন। এমনটাই বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেত্রী আয়েশা গুলালাই।

দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন পিটিআই প্রধান ইমরান খান। এমন পরিস্থিতিতে এই অভিযোগে কিছুটা হলেও বিপাকে তিনি। তবে এখনও পর্যন্ত এই অভিযোগে কোনো প্রতিক্রিয়া দেননি প্রাক্তন পাক ক্রিকেটার।

যদিও দলের শিরীন মাজারি পালটা জানিয়েছেন, আসন্ন সাধারণ নির্বাচনে টিকেট না পাওয়ায় মিথ্যা রটনার আশ্রয় নিচ্ছেন আয়েশা গুলালাই। ইমরান কখনোই কোনো মহিলাকে অসন্মান করেননি।

দলের তরফ থেকে ইমরান খানের সমর্থনে বয়ান আসার পরই সাংবাদিক বৈঠকে বসেন অভিযোগকারিণী নেত্রী আয়েশা গুলালাই। তিনি সাফ জানিয়ে দেন, ক্ষমতার লোভ তাঁর নেই। নির্বাচনের জন্য টিকিট চাইতেও যাননি তিনি। পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ব্যাপক দুর্নীতি করছে পিটিআই সরকার বলে সাংবাদিকদের সামনে অভিযোগ করেন ওই নেত্রী।