Home আজকের গরম খবর মাহিদুর রহমানের স্বাক্ষরিত কমিটি অবৈধ ঘোষণা করল জার্মান বি এন পি এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করল জার্মানিতে।

মাহিদুর রহমানের স্বাক্ষরিত কমিটি অবৈধ ঘোষণা করল জার্মান বি এন পি এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করল জার্মানিতে।

Screen Shot 2016-06-03 at 23.23.41

বার্লিন , স্টুটগারট , মিউনিক, হামবুর্গ ও ফ্রাঙ্কফুর্ট সহ জার্মানির সকল বি এন পির নেতা কর্মীরা একি সুরে অভিযোগ করেন যে , জার্মানের ত্যাগী নেতা কর্মীদের উপেক্ষা করে , বেক্তি স্বার্থে , আঞ্চলিকতার প্রভাবে এবং অর্থের বিনিময়ে দলের বৃহত্তর সার্থকে জলাঞ্জলি দিয়ে রাতের অন্ধকারে মাত্র ৪/৫ জনকে নিয়ে একটি অবৈধ কমিটি করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান উপদেষ্টা, সিনিয়র সহ সভাপতি এই কমিটিকে প্রত্যাখ্যান করেন এবং এই কমিটির সাথে তাদের কোন রকমের সম্পর্ক নাই বলেও ঘোষণা দেন।

তারেক জিয়ার নামকে অপব্যবহারের প্রতিবাদে এবং মাহিদুর রহমান ও তার স্বঘোষিত কমিটির প্রতিবাদে গত ৩০শে মে বার্লিনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন বার্লিন প্রাদেশিক বি এন পির সভাপতি জনাব আব্দুর রউফ । সভা পরিচালনা করেন হানিফ মিয়া। অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন জননেতা মাকসুদ হোসেন মন্টু, কামাল আহমেদ, মহিউদ্দিন মানিক, মোসলেম উদ্দিন, আজিজ মিয়া সহ শতাদিক নেতাকর্মী।

জার্মান বিএনপির স্টুটগারটের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জার্মানির বাদেন বুরটেম বের্গ প্রদেশিয় বিএনপির সভাপতি সৈয়দ আওলাদ হোসেন দুলাল এবং সভা পরিচালনা করেন জার্মানির বাদেন বুরটেম বের্গ প্রদেশিয় বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন শহীদ। এছাড়াও সভায় আরোও শতাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

একই ভাবে জার্মানের মিউনিক , হামবুর্গ ও ফ্রাঙ্কফুর্ট শহরে এধরনের প্রতিবাদ সভার আয়োজন করা হয় । এই সমস্ত প্রতিবাদ সভায় বক্তারা মাহিদুর রহমানের উপরে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে জার্মানিতে অবাঞ্ছিত ঘোষণা করেন । তাছাড়া তার স্বাক্ষরিত কমিটিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেন এবং একই সাথে জার্মান বিএনপির সকল স্তরের নেতা-কর্মীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যোগ্য নেতা, তৃণ-মূল জার্মান বিএনপির প্রিয়মুখ দেওয়ান শফিকুল ইসলামের নেতৃতে শক্তিশালী জার্মান বিএনপি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।