বাংলাদেশে ফেরত পাঠানো ওই শিক্ষার্থীর নাম মো.আরিফুল ইসলাম (৩৩), তিনি খুলনার অধিবাসী। গত রোববার তাকে ঢাকার পথে একটি ফ্লাইটে উঠিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

দুই বছর আগে থেকে আরিফুর যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অবস্থিত ‘ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নিয়মিত ছাত্র। সম্প্রতি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে আটকে যান আরিফুল।

লস এঞ্জেলেস এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তারা তার কাছে জানতে চান, কেন তিনি ক্যাম্পাসের বাইরে কাজ করেছেন? সে ধরনের অনুমতি (ওয়ার্ক পারমিট) তার কাছে নেই কেন?

এমন জিজ্ঞাসাবাদে আরিফুল এক পর্যায়ে আরিফুর তার ভিসা বাতিলের সম্মতিপত্রে স্বাক্ষর দিতে বাধ্য হন। এরপর গত রোববার তাকে ঢাকার পথে একটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন অফিসের উদ্ধৃতি দিয়ে লস এঞ্জেলেসের কম্যুনিটি নেতা মমিনুল হক বাচ্চু এ তথ্য জানিয়ে আরও বলেন, “এর আগে জাকির হোসেন নামে আরেক বাংলাদেশিকে ইমিগ্রেশন কোর্ট থেকেই গ্রেপ্তার করা হয়। তার জামিনের চেষ্টা অব্যাহত রয়েছে।”