এরদোয়ানের সফরের বিরুদ্ধে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ করেছে। এ কারণে কঠোর নিরাপত্তা মধ্যে শনিবার কোলনে শহরে মসজিদটি উদ্বোধন করেন এরদোগান।

কোলনে শহরের এ মসজিদটি জার্মানির সবচেয়ে বড় মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তবে শুধু বিক্ষোভকারীরাই নয়, তুরস্কের প্রেসিডেন্টের সমর্থনেও হাজার হাজার তুর্কী অভিবাসী রাজপথে অবস্থান নেন। পক্ষে-বিপক্ষে অবস্থানের কারণে বিপুল আলোচনায় এসেছে এরদোয়ানের জার্মানি সফর।