বিশ্বের এমন কিছু দেশের নাম নিচে আছে যেখানে কিনা আপনি বিনা ভিসায় পারি দিতে পারবেন।
#ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
#ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
#কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
#নাউরু (৩০ দিন)
#পালাউ (৩০ দিন)
#সামোয়া (৬০ দিন)
#টুভালু (১ মাস)
#নুউ (৩০ দিন)
#ভানুয়াটু (৩০ দিন)
#মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:
#এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
#জর্জিয়া (৩ মাস)
#লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
#মালদ্বীপ(৩০ দিন)
#মাকাউ (৩০ দিন)
#নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
#সিরিয়া (১৫ দিন)
#পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
#আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
#মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)