বিগত বছর গুলোতে উচ্চশিক্ষার জন্যে জনপ্রিয় দেশের তালিকাতে উপরে উঠে এসেছিল ইউরোপের দেশ জার্মানি। এর মাঝে প্রধান কারন ছিল : বিনা খরচে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষার মান , জীবনযাত্রার মানের সাথে সাথে , উচ্চশিক্ষার পরের সুন্দর ভবিষ্যৎ । তার মাঝেও বিনা খরচে উচ্চশিক্ষা ছিল জনপ্রিয়তার প্রধান কারন ।
এই নতুন বছরই কিছু কিছু ইউনিভার্সিটিতে ১৫০০ ইউরো প্রতি সেমিসটারে টিউশন ফি চালু করেছে। আগামি বছর থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে টিউশন ফি চালু করা হবে বলে ধারনা করা হচ্ছে । কিছু ২য় ডিগ্রির ক্ষেত্রে ফি এর পরিমান ৬৫০ ইউরো।
যে যে ইউনিভার্সিটি এই বছর থেকেই টিউশন ফি চালু করেছে :
- Universität Freiburg
- Universität Stuttgart
- Ruprecht-Karls-Universität Heidelberg
- Universität Konstanz
- KIT, Karlsruher Institut für Technologie
- Universität Mannheim
- Eberhard Karls Universität Tübingen
- Universität Ulm
জার্মানির প্রদেশীও শিক্ষা গত বাজেটের সঙ্কোলানই টিউশন ফি চালুর মুল কারন হিসেবে ধরা হচ্ছে ।
সুত্র : studying-in-germany