জার্মান সফরত অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশ সেন্টার নির্মাণের দাবী বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতৃবৃন্দের ।

বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সরকারি সফরে জার্মানিতে অবস্থানকালে বৃহস্পতিবার বিকালে ফ্রাঙ্কফ্রুটস্থ হোটেল মারিটিমে জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করেন । এসময় অর্থমন্ত্রীর সাথে দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও ডিজিটাল বাংলাদেশের রূপকার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন ।বিভিন্ন দেশ থেকে দেশ ও আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন অপপ্রচার করে দেশের সুনাম ক্ষুন্ন ও প্রবাসে বসবাসকারী বাঙালি কমিউনিটিকে হেয়প্রতিপন্ন করা হয় এ সম্পর্কে মন্ত্রীকে অবহিতও করা হয় ।
মন্ত্রীকে দীর্ঘদিনের বাংলাদেশি কমিউনিটির প্রানের দাবি “বাংলাদেশ সেন্টার “নির্মাণের প্রয়োজনীয়তা যেখানে বাংলা ভাষায় লেখা পড়া,গবেষণাগার, লাইব্রেরি ,বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার, ইসলামিক রিসার্চ সেন্টারসহ মসজিদ থাকবে এ যৌতিক দাবি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশী পক্ষে জার্মানিতে বসবাসকারী বাঙালি কমিউনিটিনেতা ,জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি ও সী-ল্যান্ড সুপার মার্কেটের স্বত্তাধিকারী মি: জয়নাল হক । উপস্থিত সকলেই এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।জনাব জয়নাল হক’র হৃদয়স্পর্শী বক্তব্য ও উপস্থাপনায় প্রবাসীদের এ দাবি মন্ত্রী মনোযোগ সহকারে শুনে উপস্থিত জার্মানস্থ রাষ্ট্রদূত মোহাম্দ আলী সরকারের কাছে প্রয়োজনীয়তা জানতে চাইলে মান্যবর রাষ্ট্রদূত বলেন বাঙালি কমিউনিটির এ আন্তরিক আবেদন আপনি গ্রহন করতে পারেন এবং ফ্রাঙ্কফুর্ট শহরে বাঙালি কমিউনিটি বেশি বসবাস করেন বলে উল্লেখ করেন তিনি । অর্থমন্ত্রী সৌদী আরব ও মালোয়েশিয়ায় বাংলাদেশ সেন্টার এ সরকারের আমলেই নির্মান করে দেয়া হয়েছে উল্লেখ করে বলেন জার্মান প্রবাসীদের প্রানের দাবি আন্তরিক ভাবে বিবেচনা করবেন বলেও আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জার্মানস্থ রাষ্ট্রদূত মোহাম্দ আলী সরকার,প্রবাসী কমিউনিটি লীডার মাহফুজুর রহমান, হাফিজুর রহমান আলম,বাবুল তালুকদার, ডেয়লী স্টারের সাংবাদিক মি:সাজ্জাদ আহমদ,চ্যানেল 24’র সাংবাদিক বাবু মজুমদার,বেগম ইউসুফ, জাবল সিকদার,সেলিম খান,বাবুল মোল্লা ,জার্মান বাংলার স্থানীয় রিপোর্টার এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ।