Home আজকের গরম খবর ফিলিস্তিনি শিশুশিক্ষার্থীদের ওপর ইহুদি সেনাদের হামলা

ফিলিস্তিনি শিশুশিক্ষার্থীদের ওপর ইহুদি সেনাদের হামলা

0
ফিলিস্তিনি শিশুশিক্ষার্থীদের ওপর ইহুদি সেনাদের হামলা

অধীকৃত পশ্চিমতীরের হেবরন শহরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে শিশুদের ওপর হামলা চালিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

হেবরন এলিমেন্টারি বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সড়কে তাদের হয়রানি করেন ইহুদি সেনারা।

প্রবল কাঁদানে গ্যাসে শিক্ষার্থীদের দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়। তাদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে।

এর আগে হেবরনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্কুলে যেত ফিলিস্তিনি শিক্ষার্থীরা। কিন্তু গত ফেব্রুয়ারিতে ইসরাইল তাদের অনুমোদন বাতিল করে দিলে ২২ বছর সেবা দেয়ার পর তারা ফিলিস্তিন ছাড়েন।