ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ওপর সহিংস হামলার পরিকল্পনা করা হয়েছিল।এই পরিকল্পনাকে ভন্ডুল করে দেয়া হয়েছে বলে দাবি করেছে ফরাসি গোয়েন্দা সংস্থা। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  ফরাসি গোয়েন্দা সংস্থার এজেন্টরা ৬ ব্যক্তিকে আটক করেছে। আটক ওই ৬ ব্যক্তি উগ্র ডানপন্থি। রিপোর্ট বলছে, আটক ব্যক্তিরা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে সহিংস হামলা করতে চেয়েছিল।