দ‌লের প্র‌তিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের ৩৭ তম শাহাদাৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে ১০ দি‌নের কর্মসূ‌চি ঘোষণা ক‌রে‌ছে বিএন‌পি।

১৭ মে, বৃহস্প‌তিবার দুপু‌রে নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে সভা শে‌ষে সংবাদ স‌ম্মেল‌নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন। আগামী ২৫ মে থে‌কে এ ৫ জুন পর্যন্ত এ কর্মসূ‌চি পাল‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে দল‌টি।

কর্মসূ‌চির ম‌ধ্যে র‌য়ে‌ছে ২৯ মে সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ৩০ মে সকাল ১০ টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মিলাদ মাহফিল, ঢাকা মহানগর বিএন‌পির উ‌দ্যেগে গরিব দুঃস্থ‌দের মা‌ঝে খাবার ও বস্ত্র বিতরণ, আলোকচিত্র প্রদর্শনী, বই মেলা, ফ্রি মে‌ডি‌কেল চি‌কিৎসা সেবা প্রভৃতি।

৩০ মে বিএনপি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ বুকে ধারণ করবে। একইদিনে ঢাকা মহানগরের প্রতিটি থানায় দুঃস্থদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

কার্যাল‌য়ের নি‌চে দিনব্যাপী ফ্রি মে‌ডি‌কেল চি‌কিৎসা সেবা দি‌তে ডক্টর্স অ্যাসো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ, ছাত্র দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং বিভাগীয় শহরগুলোতে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিএনপি পোস্টার প্রকাশ করবে। পত্র-পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।