Home আজকের গরম খবর প্রথম মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন শেখ রহমান

প্রথম মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন শেখ রহমান

0
প্রথম মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন শেখ রহমান

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত-মার্কিন নাগরিক শেখ রহমান।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এ সিনেট সোমবার শপথ নেন। জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি শুধু প্রথম মুসলিম সিনেটরই নন, বরং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি।

সোমবার সকালে প্রথমে বাইবেল নিয়ে অন্য সিনেটরদের সঙ্গে শপথ নিলেও শেখ রহমান পরে নির্জ ধর্মগ্রন্থ কোরআন নিয়ে শপথ নেন।

বাংলাদেশের একটি ধনী পরিবার থেকে গিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন শেখ রহমান। তবে সেখানে গিয়ে কলেজের ব্যয় মেটাতে একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশারের কাজ করেছেন তিনি।

এর পাশাপাশি কঠোর পরিশ্রমের অন্য কাজও করতেন তিনি। এভাবে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ডিগ্রি লাভ করেন। তার সাফল্যের গল্প বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে গর্বের সঙ্গে আলোচিত হচ্ছে। নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পান তিনি।