নূরে মুহাম্মদীর রওশনে আল্লাহর উপর নিখুঁত তাওয়াক্কুল অর্জিত হয়:রাউজান আধার মানিক অলিমিয়া হাট এশায়াত মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

0
532

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, সর্বদা অবিশ্বাস ও সন্দেহের দোদুল্যতায় চরমভাবে হতাশ যুব সমাজে আজ আত্মবিশ্বাসের বড়ই অভাব। আত্মবিশ্বাসের এই অভাবে ক্রমান্বয়ে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে তারা হয়ে পড়ছে বে-সামাল এবং অনেক সময় অপরকে অহেতুক সন্দেহ করে হচ্ছে গুনাহ্গার। আর এই দুরাবস্থা থেকে উত্তরণে কাগতিয়ার গাউছূল আজম প্রতিষ্ঠিত এ দরবারে রয়েছে সীনা-ব-সীনা তাওয়াজ্জুহ্ ব্যবস্থাপনা। যার মাধ্যমে নূরে মুহাম্মদীর রওশনে লতিফায়ে নফ্স পরিশোধিত হয়ে আল্লাহ্র উপর নিখুঁত তাওয়াক্কুল অর্জিত হয়। তিনি ১৭ এপ্রিল শুক্রবার হযরত ছিদ্দিক আকবর (রাঃ) এর ওরশে পাক উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ০৭ নং আধার মানিক উদ্যোগে চট্টগ্রামের রাউজান আধার মানিক দাখিল মাদরাসা ও অলি মিয়া হাট প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরও বলেন, এ দরবারের অনুসারীদেরকে নিয়মিত মোরাকাবা অনুশীলনের যে শিক্ষা দেয়া হয় তাতে তাদের মধ্যে ধৈর্য, এবাদতে একাগ্রতা এবং সৃষ্টি ও স্রষ্টার মাঝে দূরত্ব কমিয়ে গভীর প্রেমের সম্পর্ক স্থাপন করে। যা এ দরবারের অনুসারীদেরকে সদা আল্লাহর প্রতি ভয় ও ভরসার মাঝে আবদ্ধ রাখে। মাহফিলে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। সংগঠনের আধার মানিক শাখার সভাপতি আলহাজ¦ ফরিদ আহমদ ছিদ্দিকী এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমদ, ইউপি সদস্য জাগির হোসেন, মুহাদ্দিস আল্লামা মমতাজুল হক নূরী, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাষ্টার মুহাম্মদ সোলায়মান, প্রধান শিক্ষক মুহাম্মদ ওমর আলী, সুপার মাওলানা মুহাম্মদ এজাহারুল হক।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদী, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সহ-তথ্য প্রকাশনা সম্পাদক আল্লামা এমদাদুল হক মুনিরী, সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, মাওলানা জাফর আহমদ মানিকী, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম কাদেরী প্রমুখ। মিলাদ ও কিয়াম শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজমের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ।

মোঃ আহসান হাবীব মিনহাজ ,
রাউজান