সিরিয়ায় সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, এ হামলা সঠিক হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের হামলায় অংশ নিতে বলেছেন বলেই আমরা অংশ নিয়েছি।
সোমবার ব্রিটিশ সংসদে বক্তৃতা করার সময় থেরেসা মে এসব কথা বলেন।
তিনি আবারো দাবি করেন, সিরিয়ায় আর যাতে রাসায়নিক হামলা না হয় সে জন্য দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আমরা এ হামলা করিনি; প্রেসিডেন্ট ট্রাম্প হামলা করতে বলেছেন বলেই আমরা হামলা করেছি।
এদিকে ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী থেরেসা মে আমেরিকার কাছে নয় বরং ব্রিটিশ সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। করবিন জোর দিয়ে বলেন, সিরিয়ায় হামলা অবৈধ ছিল এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সনদেরও লঙ্ঘন।
তিনি আরও বলেন, মার্কিন নেতৃত্বাধীন হামলায় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির চেয়ে সিরিয়া ইস্যু বড় কোনো বিষয় ছিল না।
করবিন বলেন, ব্রিটেন পরিকল্পিত সামরিক হামলায় অংশ নেবে কিনা তা ঠিক করার দায়িত্ব ছিল জাতীয় সংসদের।