নববর্ষে শুরু হবে আর কয়েক ঘণ্টা পরে আর জার্মানির বার্লিনে আতশবাজিতে আহত হেয়েছ একটি শিশু সহ ৪ জন নারী ও পুরুষ | বার্লিন হাসপাতালে জরুরী বিভাগে অসুস্থদের চিকিৎসা চলছে |
যেই আতস বাজীতে আহতের ঘটনা ঘটেছে তা জার্মানীতে বহু বছর ধরেই নিষিদ্ধ | তারপরও চোরাচালানির মাধ্যমে এই আতশবাজি বাজারজাত করে কিছু অসৎ ব্যবসায়ী |
পুলিশ এই অবৈধ বাজি নতুন বছর নষ্ট করে দিতে পারে , এই বলে বার্লিন বাসীকে সতর্ক করেছেন |
*এই ধরনের দুর্ঘটনাকে দুর্বৃত্তরা সুযোগে হিসেবে নিতে পারে বলে অনেকে আশঙ্কা করছে |