গত ৮ই মে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল জার্মানির বাদেন বুরটেম বের্গে প্রদেশিয় বিএনপি কমিটির আলোচনা সভা ।
সভায় সভাপতিত্ব করেন জার্মানির বাদেন বুরটেম বের্গ প্রদেশিয় বিএনপির সভাপতি সৈয়দ আওলাদ হোসেন দুলাল এবং সভা পরিচালনা করেন জার্মানির বাদেন বুরটেম বের্গ প্রদেশিয় বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন শহীদ।
সভাপতি সৈয়দ আওলাদ হোসেন দুলাল বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে অবৈধ সরকারের দুঃশাসন ও অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সরকারকে অবিলম্বে সকলের প্রিয় নেত্রি বেগম জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং সরকারের সকল নাশকতা এবং অপকর্মের তীব্র নিন্দা জানান।
জার্মানির বাদেন বুরটেম বের্গ প্রদেশিয় বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন শহীদ বলেন, আমরা প্রবাসী নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নতুন উদ্যোমে দেশ ও মানুষের জন্য কাজ করে যাবো, শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ গড়ে তুলবো ।
সভায় সকলের সম্মতিক্রমে আসছে ৪ঠা জুন জার্মান বিএনপি আয়োজিত শহিদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী ফ্রাঙ্কফুর্ট শহরে সফল করার আহবান জানানো হয়।
এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন , আমিনুল হক রতন , মাহবুব , রাজ্জাক, মজিব, পাটোয়ারি,সেলিম খান,মনা এবং সোলেমান প্রমুখ।