বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২০ দলীয় জোটের নেতাদের ওপর নিপীড়ন করছে সরকার। আসলে বিরোধী দল বা ২০ দলীয় জোট যাতে কোনো কর্মসূচি পালন করতে না পারে সে জন্য সরকার আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। এভাবে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় সরকার। কিন্তু এভাবে ক্ষমতা স্থায়ী করা যাবে না।
তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে ভয় দেখানোর জন্য। আসলে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা হরতালে পূর্ণ সমর্থন দিচ্ছে বিএনপি। রিজভী বলেন, আজকে মানুষের আশ্রয় পাওয়ার জায়গা নেই। সব স্থানগুলো ভেঙে দিচ্ছে সরকার।