জাপানে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন জেবি। ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে ঘূর্ণিঝড়টি। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।

গত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন ‘জেবি’ জাপানে আঘাত হানতে যাচ্ছে। এটি ক্যাটাগরি-৩ মাত্রার টাইফুন। প্রাণহানি এড়াতে কমপক্ষে দশ লক্ষ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ওসাকা দ্বীপে অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। স্থানীয় সময় বুধবারে(৪ সেপ্টেম্বর) ঝড়টি সেখানে পূর্ণ শক্তিতে বয়ে যেতে পারে। খবর দ্য এক্সপ্রেস।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘূর্ণিঝড় ভয়াবহ বাতাস, ভূমিধস, বন্যা ও টর্নেডো সৃষ্টি করতে পারে। এ ছাড়া, প্রকাণ্ড ঢেউ ও বজ্রপাত হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আহবান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পরিস্থিতি বিবেচনায় কিয়ুশু শহরে একটি পরিদর্শন সফর বাতিল করেছেন তিনি।

টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উপকূলীয় অঞ্চলগুলোতে বিশাল আকারের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে।