মঙ্গলবার জঙ্গি ধরতে জার্মানির ১০ অঙ্গরাজ্যের বিভিন্ন মসজিদ, অ্যাপার্টমেন্ট এবং অফিসে তল্লাসী চালিয়েছে দেশটির পুলিশ। এবং, ইসলামিক স্টেট এর জন্য জঙ্গি সংগ্রহের চেষ্টা চালানোয় একটি দলকে নিষিদ্ধ করেছে জার্মান সরকার।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসলামিক স্টেট এর হয়ে ‘নেটওয়ার্ক’ বাড়ানোর চেষ্টা করছে ডিডব্লিউআর বা ট্রু রিলিজিয়ন নামের একটি দল। তবে তারা আক্রমণের পরিকল্পনা করছে বলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দে মাইজেরা জানান, দলটি জার্মানির সংবিধান লঙ্ঘন করে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে।
ডিডব্লিউআর বা ট্রু রিলিজিয়ন থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।