গুগলের প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরিয়ে ফেলেছে গুগল
গুগলের প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরিয়ে ফেলেছে গুগল

ব্যবহারকারীদের তথ্য পাচারের অভিযোগ ওঠায় গুগলের প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরিয়ে ফেলেছে গুগল। ফলে এখন চাইলেই গুগল প্লে স্টোর থেকে চীনের ইন্টারনেট জায়ান্ট আলিবাবার মালিকানাধীন ইউসিওয়েবের তৈরি ব্রাউজারটি ডাউনলোড করা যাবে না।

তবে এখনো গুগল প্লে স্টোরে ব্রাউজারটির মিনি সংস্করণ পাওয়া যাচ্ছে। অ্যাপলের অ্যাপস্টোরেও ব্রাউজারটি ডাউনলোডের সুযোগ মিলবে। সম্প্রতি ভারতের বেশ কিছুু ব্যবহারকারী অভিযোগ করেন, ব্রাউজারটি গোপনে চীনের সার্ভারে তথ্য পাচার করে। স্মার্টফোন থেকে ব্রাউজারটি মুছে ফেললেও তথ্য পাচার হতে থাকে। তথ্য পাচারের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারত সরকার। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই গুগল প্লে স্টোর থেকে ব্রাউজারটি সরিয়ে ফেললেও কোনো মন্তব্য করেনি গুগল। উল্লেখ্য, গুগল প্লে স্টোরে ৫০ কোটি বারেরও বেশি বার ডাউনলোড হয়েছে ব্রাউজারটি।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট