ক্রমেই ঘরকুনো হয়ে পড়ছে মিয়ানমার। কানাডা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মিয়ানমারকে চাপ দেবে বলে জানা গেছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, গত সোমবার রাতে মার্কিন পরষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। বিষয়বস্তু ছিল কী কী উপায়ে মিয়ানমার সেনাবাহিনীর ওপর চাপ বাড়ানো যায় তা বের করা। তথ্যটি দিয়েছে গণমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল।

মঙ্গলবার রাতে কানাডার কমন্স হাউসে রোহিঙ্গাদের ওপর চলা নৃশংসতা নিয়ে জরুরি বিতর্কে অংশ নিয়ে ক্রিস্টিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনীর এ বিষয়টি বোঝা জরুরি যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞে সেনাবাহিনীর ভূমিকার কথা বিশ্ব জেনে গেছে এবং এই নৃশংসতা আমরা আর সহ্য করব না। ’

জরুরি বিতর্কটি চালানোর অনুরোধ জানিয়েছিলেন কানাডা পার্লামেন্টের কনজারভেটিভ এমপি গারনেট জেনুইস। তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিনি সরাসরি মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া বলেন, কানাডা ইতিমধ্যে চাপ দিয়েছে। সরাসরি কথা হয়েছে কি হয়নি, তা ক্রিস্টিয়া জানাননি।