কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসভবনে এ বৈঠক হয়। দেড় ঘণ্টার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। এ বৈঠকের পর গতকাল বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেছেন, তিনি কোন জোটে যাবেন সেটা ৩ নভেম্বর (শনিবার) জেলহত্যা দিবসের আলোচনাসভায় দেশবাসীকে জানাবেন। জেলহত্যা দিবসের আলোচনাসভায় তিনি বিকল্পধারার বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেনকে আমন্ত্রণ জানাবেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আগেও বলেছি, ড. কামাল-বি চৌধুরী একসঙ্গে থাকলে আমরাও তাঁদের সঙ্গে পায়ে পায়ে চলব, তবে তা হয়নি। আমি এখনো বলি, তাঁরা দুজন এক হলে তাঁদের সঙ্গে থাকব।’ তিনি বলেন, ‘২০১৫ সালে আমি ৬৫ দিন ফুটপাতে অনশন করেছিলাম শেখ হাসিনাকে সংলাপে বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছিলাম। এত দিন পরে হলেও সংলাপ হতে যাচ্ছে, এটা সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত বলে মনে করি।’

কাদের সিদ্দিকী জানান, রাতে (গত রাত) ড. কামাল হোসেন তাঁর বাসায় দাওয়াত খেতে যাচ্ছেন। তিনি ড. কামাল হোসেনকে দাওয়াত দিয়েছেন।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করতে লিখিত আবেদন করেছে ড. নূরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্পধারার একটি অংশ। গত মঙ্গলবার তাঁরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দেন। এ অংশের নেতা অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, ‘বিকল্পধারাকে জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করতে ঐক্যফ্রন্টের চার নেতাকে চিঠি দিয়েছি।’