ভারতের কলকাতায় মাঝেরহাট উড়ালসড়ক আগামী কাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে। গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত উড়ালসড়কটি ধসে পড়ার সময় উপরে অনেক যানবাহন ছিল।
উড়ালসড়ক ধসের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন দার্জিলিংয়ে আছেন। সেখান থেকেই তিনি উদ্ধার এবং আহতদের চিকিৎসার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ তার শহরে ফেরার কথা রয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীও। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সিএমআরআই-এ ভর্তি করানো হয়েছে অন্তত ১০ জনকে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই বিকট আওয়াজে উড়ালসড়কের মাঝের অংশ ভেঙে পড়ে। সড়কের উপরে যানবাহনগুলো ছিটকে পড়ে। বাস এবং বিভিন্ন গাড়ি-বাইকের আরোহীরা গুরুতর আহত হন।