Home আজকের গরম খবর কক্সবাজারের নদীতে অস্ত্রের খোঁজে পুলিশ

কক্সবাজারের নদীতে অস্ত্রের খোঁজে পুলিশ

0
কক্সবাজারের নদীতে অস্ত্রের খোঁজে পুলিশ

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার শহরের ফিশারি ঘাট এলাকায় বাটখালী নদীতে এই অভিযান শুরু করা হয়।

“অভিযানে নেমে এফবি মা-বাবার দোয়া নামে মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলার থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি ও ইয়াবাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। অভিযান চলমান রয়েছে।”

আটক মো. আবদুল্লাহ (৫৫) শহরের সমিতিপাড়ার বাচা মিয়ার ছেলে বলে জানিয়েছেন ওসি মনিরুল। অভিযান কখন শেষ হবে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।