“এসো জার্মান শিখী” আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা যার মাধ্যমে আমরা চেষ্টা করব জার্মান ভাষাকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে।

জার্মান ভাষাকে “ডয়েচ” হিসেবেও ডাকা হয়। ইউরোপিয়ান ইয়ুনিয়ন ভুক্ত দেশ গুলর মধ্যে সর্বচ্চ ভাষ্য ভাষা হিসেবে ডয়েচ প্রধান। মধ্য এবং দক্ষিণ ইউরোপ দেশ গুলো যেমন অষ্ট্রিয়া, সুইজারল্যান্ড, লুক্সেম্বুরগ, বেলজিয়াম জার্মান ভাষা বেবহারকারি দেশ হিসেবে পরিচিত।DL2

আর সব ভাষার মতো ডয়েচ এরও রয়েছে বর্ণমালা। দেখতে হুবুহু ইংরেজি বরনমালা হলেও উচ্চারন ভিন্ন। নিন্মে বরনমালার ছবি এবং উচ্চারন বুঝার সাপেক্ষে দুটি অডিও ফাইল দেয়া হল।

অডিও ১ঃ

অডিও ২ঃ

DL3