ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রধানমন্ত্রীত্ব থাকবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল আস্থা ভোট অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটে তিনি বিজয়ী হয়েছেন। এ যাত্রায় রক্ষা পেলেন থেরেসা মে; প্রধানমন্ত্রীত্ব হারাতে হচ্ছে না তাকে। একইসাথে আগামী এক বছরের জন্য দলীয় প্রধানের পদেও তিনি আসীন থাকবেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়। কনজারভেটিভ পার্টি ওই ভোটের আয়োজন করে। ভোটে ২০০-১১৭ ব্যবধানে জয়ী হন থেরেসা মে।
৬৩ শতাংশ ভোট পান থেরেসা মে। আর এতেই পরবর্তী এক বছর নেতৃত্বে থাকার সুযোগ মিলল তার। তার বিরুদ্ধে ভোট পড়েছে ৩৭ শতাংশ।