কেন যোগ্য নেতা শুন্য সংঠন গুলো?

দলের প্রকৃত নেতারা কেন দল বিমুখ?

কেন এতো অরাজোকতা বিরাজমান দলের মাঝে ?

একি দেশে কেন একের অধিক কেন্দ্রিয় কমিটি?

এই সকল প্রশ্নের উত্তর খুজতেই আমাদের সাথে কথা হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশের বি এন পির বেশ কিছু নেত্রি বৃন্দের সাথে। তাদেরই ভাষ্য তুলে ধরেছে তাদের মধ্য থেকে শহীদ জিয়ার আদর্শের পথে চলা এক সৈনিক তার ধারাবাহিক প্রতিবেদনে।

যুক্তরাজ্যের খ্যাত  মাহিদুর রহমান এবং আরো কিছু নেতা বি এন পির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বি এন পির কমিটি বাণিজ্য করে চলেছে। যারা বি এন পির প্রতিনিধিত্ব করে তাদের কে পাশকাটিয়ে, মেধাহীন অযোগ্য নিজেদের আনুগত্য একটি বিশেষ অঞ্চলের লোকদের প্রধান্যদিয়ে নিজেদের বিভিন্ন অনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যমে কমিটি করে দিচ্ছে।

অথচ যারা সাংগঠনিক ভাবে দক্ষ যোগ্য মেধবী সামাজিক ভাবে প্রতিষ্ঠিত দলের আদর্শ ও নেতৃতের প্রতি পরীক্ষিত আনুগত্য,যারা জীবনের ঝুকি নিয়ে দলের দু:সময়ে কাজ করে যাচ্ছে, বিগত দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে গনতন্ত্র পুনরুদ্দারের চলমান  আন্দোলনে পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদেরকে বাদ দিয়ে, আওয়ামী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যাক্তির ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাধ্যমে  বি এন পির কমিটি গঠন করে আওয়ামী নেতৃবৃন্দের সাথে আঁতাতের সম্পর্ক গড়ে তুলেছে এই দুই নেতা। এই সম্পর্কের রেশ ধরেই দলের অনেক তথ্য পাচার করে দিচ্ছে বিনিময়ে চরিতার্থ করছে ব্যাক্তি স্বার্থ, এমনটাই বলছে ইউরোপের বি এন পি প্রতিনিধিরা।

তারা দলের পদ এবং পদবী অর্জন করে দলের জন্য কল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা না করে ইউরোপের বিভিন্ন দেশে ছোটখাট মতপার্থককে উস্কে দিয়ে বিভক্তির সৃষ্টি করছে। বি এন পির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে বি এন পি নেতা কর্মীদের থেকে বিভিন্ন অজুহাতে আর্থিক সুবিধা হাতিয়ে নিচ্ছে যা ইতিমধ্যেই সাধারন জনগণের মধ্যে মারাত্তকভাবে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করছে । দলীয় নিয়ম নীতি ও গঠনতন্তের প্রতি কোন প্রকার শ্রদ্ধা প্রদর্শন না করে স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে তার দীর্ঘ দিনের কষ্টার্জিত ভার্বমুর্তিকে নষ্ট করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে। এদের ধংসাত্নক কর্মকাণ্ড থেকে দলকে রক্ষা করতে হলে দলীয় ঐক্য ও ভাবমূর্তিকে সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্দ  হয়ে এদের এই অপকর্মকে প্রতিহত করতে হবে। বর্তমানে দেশ ও জাতির অস্তিত্ব রক্ষারতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দল মত নির্বিশেষে বর্তমান স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃতে তারেক রহমানের দিক নির্দেশনায় চলমান আন্দোলন আরও গতিশীল করতে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে আত্মনিয়োগ করতে হবে । সেখানে তাদের মত এমন সুবিধাবাদীরা দলের পদ পদবী ব্যাবহার করে বিভিন্ন জায়গায় বিভক্তি সৃষ্টিকরে দলের স্বার্থে পরিচালিত কর্ম কান্ড ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ইউরোপে বসবাসরত সমস্ত জনগণের দাবী এখন এই সুবিধাবাদী চক্রের বিরুদ্ধে দাঁড়ানো অন্যথায় দলের ত্যাগী, মেধাবী,সাংগঠনিক ভাবে দক্ষ,  দীর্ঘ দিনের পরীক্ষিত  মার্জিত দায়িত্বশীল এবং সর্বজন গ্রহণ যোগ্য ব্যাক্তিদের পক্ষে রাজনীতি করার মত পরিবেশ নষ্ট হয়ে যাবে ।

বিভিন্ন সংবাদ পত্রের আরো কিছু লিংক নিম্নে দেয়া হল ছবি সহ : 

ইউরোপ পার্লামেন্টে বিএনপির মাহিদুর রহমান, সাথে বিতর্কিত আসামী ঝিন্টু

01

মহিদুর রহমান এখনো বহাল তবিয়তে

02
লেখক :   ইউরোপ থেকে একজন শহীদ জিয়ার আদর্শে পথ চলা সৈনিক