ইরানের পক্ষে দাঁড়ালেন ফ্রান্স

0
550

প্যারিস সফর করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তার সফর উপলক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাতেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, আপনার কাছে পরমাণু সমঝোতা অপর্যাপ্ত মনে হলেও এটি স্বাক্ষরের আগের অবস্থার চেয়ে এটি ভালো বলে এ সমঝোতা রক্ষা করতে হবে। সংঘর্ষ এড়াতে পরিস্থিতি আরও জটিলতার দিকে না নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

ম্যাক্রোঁ বলেছেন, পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব পক্ষকে প্রচেষ্টা চালাতে হবে। কারণ, পরিস্থিতি জটিল করলে তার একটাই ফল: সংঘর্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে প্রত্যাহার করেছেন। এর পরেই চুক্তি রক্ষার জন্য ইউরোপীয় নেতারা উদ্যোগী হয়েছেন।