আকস্মিক সফরে চীনে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সোমবার এমনই তথ্য দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টসহ কয়েকটি সংবাদমাধ্যম।
জানা গেছে, ২০১১ সালের পর উত্তর কোরিয়ার বাইরে কিম জং-উনের এটাই প্রথম সফর।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কিম জং-উনের এ সফর সম্পর্কে তিনজন ব্যক্তিই কেবল জানেন। তবে এ সফরে কিম চীনের কোন কোন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে, জাপানের সংবাদমাধ্যম কয়ডো নিউজ-এর দাবী, উত্তর কোরিয়া থেকে চীনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি ট্রেন এসেছে। ওই ট্রেনেই ছিলেন কিম জং-উন। নিরাপত্তার বহর দেখে ওই ট্রেনে কিম জং-উন ছিলেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, জাপানের এনটিভি জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে একটি ট্রেন চীন গেছে। আর সেই ট্রেনের কড়া নিরাপত্তা দেখে অনুমান করা হচ্ছে, ওই ট্রেনে কোনো বিশেষ ব্যক্তি রয়েছেন। তাই সন্দেহের তালিকায় প্রথমেই আছে কিম জং-উনের নাম।
তবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।