রেডিও ট্যাক্স (Rundfunkbeitrag): কেন আপনাকে প্রতি মাসে ১৮.৩৬ ইউরো দিতেই হবে? (না দিলে বিপদ!)

0
22
Official ARD ZDF Deutschlandradio Rundfunkbeitrag letter on a desk.

জার্মানিতে বাসা ভাড়ার পর প্রথম যে চিঠিটি আপনার মেইলবক্সে আসে, তা হলো ‘Rundfunkbeitrag’ বা রেডিও ট্যাক্সের চিঠি।

অনেকেই ভাবেন, “আমি তো জার্মান টিভি দেখি না বা রেডিও শুনি না, তাহলে কেন টাকা দেব?” কিন্তু মনে রাখবেন, জার্মান আইনে এটি বাধ্যতামূলক

নিয়মটি কী? জার্মানিতে প্রতিটি বাসা (Household) প্রতি মাসে ১৮.৩৬ ইউরো দিতে বাধ্য। আপনি একা থাকুন বা ৫ জন মিলে ‘WG’-তে থাকুন, একটি বাসার জন্য একবারই টাকা দিতে হয়।

কীভাবে টাকা বাঁচাবেন? (WG নিয়ম) আপনি যদি শেয়ার্ড ফ্ল্যাটে (WG) থাকেন এবং আপনার কোনো রুমমেট ইতিমধ্যে এই ট্যাক্স দিয়ে থাকেন, তবে আপনাকে আর দিতে হবে না।

  • করণীয়: আপনার রুমমেটের ‘Beitragsnummer’ (কন্ট্রিবিউশন নম্বর) টি নিন এবং রেডিও ট্যাক্সের ওয়েবসাইট বা চিঠির জবাবে সেটি লিখে জানান যে আপনার বাসার ট্যাক্স ইতিমধ্যে দেওয়া হচ্ছে।

সতর্কতা চিঠির উত্তর না দিয়ে ফেলে রাখবেন না। এটি জমতে জমতে বড় অংকের জরিমানা (Säumniszuschlag) হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা ‘Schufa’ স্কোর নষ্ট হতে পারে।