আউসবিল্ডুং (Ausbildung): ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়াই জার্মানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ

0
22
Group of young diverse students in vocational training workshop in Germany.

জার্মানিতে ক্যারিয়ার গড়তে হলে কি মাস্টার্স ডিগ্রি থাকতেই হবে? উত্তর হলো: না।

জার্মানির শিক্ষা ব্যবস্থার অন্যতম শক্তি হলো ‘আউসবিল্ডুং’ (Ausbildung) বা ভোকেশনাল ট্রেনিং। এটি এমন একটি সিস্টেম যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করবেন এবং মাস শেষে বেতনও পাবেন।

আউসবিল্ডুং কী? এটি ২ থেকে ৩ বছরের একটি কোর্স। সপ্তাহের ৩ দিন আপনি একটি কোম্পানিতে হাতে-কলমে কাজ শিখবেন এবং ২ দিন ভোকেশনাল স্কুলে থিওরি পড়বেন।

সুবিধাসমূহ:

  • বেতন: পড়াশোনা চলাকালীন আপনি প্রতি মাসে ৮০০ থেকে ১২০০ ইউরো বেতন পাবেন।

  • টিউশন ফি নেই: উল্টো আপনি টাকা পাচ্ছেন!

  • চাকরি নিশ্চিত: ট্রেনিং শেষ করার পর প্রায় ৯০% শিক্ষার্থী সেই কোম্পানীতেই ফুল-টাইম চাকরি পেয়ে যান।

যোগ্যতা বাংলাদেশ থেকে আউসবিল্ডুং-এ আবেদন করতে হলে ন্যূনতম এইচএসসি (HSC) পাশ এবং জার্মান ভাষায় অন্তত B1 বা B2 লেভেলের দক্ষতা থাকা জরুরি। নার্সিং, আইটি এবং হসপিটালিটি সেক্টরে এর প্রচুর চাহিদা রয়েছে।