Home আজকের গরম খবর ২০১৪ সালে ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় মারা গেছেন

২০১৪ সালে ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় মারা গেছেন

0
২০১৪ সালে ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় মারা গেছেন

২০১৪ সালে ইরাকে নিখোঁজ হয়েছিলেন ৪০ জন ভারতীয়। পরে জানা যায়, তারা আইএস(ইসলামিক স্টেট)জঙ্গিদের হাতে অপহৃত হয়েছেন। অপহৃতদের মধ্যে ৩৯ জন মারা গেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একথা জানিয়েছেন৷ মঙ্গলবার রাজ্যসভায় তিনি একথা জানান। নিহতদের স্মরণে রাজ্যসভায় দু’মিনিট নীরবতা পালন করা হয়৷

সুষমা স্বরাজ জানান, নিহতদের ডিএনএ পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হয় ভারত সরকার৷ তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষার জন্য ৩৯টি মরদেহ বাগদাদে পাঠানো হয়েছিল৷ গতকাল সেই পরীক্ষার রিপোর্ট আসে৷ ৩৮জনের ডিএনএ তাদের পরিবারের ডিএনএ-র সঙ্গে মিলে গেছে৷ একজনের ৭০ শতাংশ ডিএনএ মিলেছে৷’

সুষমা জানান, মৃতদেহগুলি ভারতে ফিরিয়ে আনার পর বিশেষ বিমানে অমৃতসর, পাটনা ও পশ্চিমবঙ্গে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

প্রসঙ্গত, ২০১৪ সালের জুন মাসে আইএস জঙ্গিদের হাতে অপহৃত হন ৪০ জন ভারতীয়৷ গত বছর ভারত সরকার জানায়, অপহৃতরা সকলে মসুলের এক জেলে বন্দি রয়েছেন৷ তবে, অপহৃতদের একজন পালিয়ে ভারতে ফিরে আসেন৷ তিনি দাবি করেন, নিখোঁজ ভারতীয়দের আইএস জঙ্গিরা খুন করেছে৷ কিন্তু ভারত সরকার প্রথমে তা মানতে চায়নি৷ অবশেষে মঙ্গলবার ডিএনএ রিপোর্ট পাওয়ার পর সরকার মেনে নেয় নিখোঁজ ভারতীয়রা সকলে মৃত৷