স্পেন এর বার্সেলোনা শহর থেকে জার্মানি যাওয়ার পথে ফ্রান্সের আল্পস নামক স্থানে ১৪৮ আরোহী নিয়ে এয়ারবাস এ৩২০ নামে ১টি বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার এ বিমান বিধ্বস্ত হয়।

বিবিসি ও আল জাজিরা অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, বিমানটির আরোহীর মধ্যে ১৪২ জন যাত্রী, ২ জন পাইলট এবং ৪ ক্রু সদস্য। বিমাটিতে ১৫০ থেকে ১৮০ জন যাত্রী ধরে। যেখানে প্রায় ৬৭ জন এর মত জার্মান নাগরিক ছিলেন। ফরাসীদের মতে এটা ছিল গত তিন শতক এ ঘটে যাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনা।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সয়া অলান্দ তার এক সংক্ষিপ্ত বক্তব্বে বলেন দুর্ঘটনার আলামত বলছে আরোহীদের মধ্যে কারো বাঁচার সম্ভবনা নেই বললেই চলে। তিনি এই ব্যাপারে গভীর শোক প্রকাশ করেন।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বার্লিনে তার এক সংবাদ সন্মেলনে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এও জানান যে তিনি খুব শীঘ্রই দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করবেন।

লুফথান্সা গ্রুপ এর প্রধান নিরবাহি পরিচালক টুইটার এর মাধ্যমে বলেছেন যে এটা লুফতাহ্নসার জন্য একটি কাল অধ্যায় এবং তিনি এর সাথে সাথে দুর্ঘটনা কবলিতদের পরিবার এর প্রতি শোক গেপন করেছেন।

প্রাথমিকভাবে হতাহতের খবর জানা যায়নি।