Home আজকের গরম খবর হজযাত্রীদের ইমিগ্রেশন এখন ঢাকাতেই হবে

হজযাত্রীদের ইমিগ্রেশন এখন ঢাকাতেই হবে

0
হজযাত্রীদের ইমিগ্রেশন এখন ঢাকাতেই হবে

সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না হজযাত্রীদের এমন কথা সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সফররত সৌদি আরবের ইমিগ্রেশন প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

নতুন নিয়মের ফলে বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করার বিড়ম্বনা লাঘব হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এখনকার নিয়মে বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অংশের ইমেগ্রেশন করনে। আসন্ন হজেও একই নিয়মে তারা হজ ক্যাম্প ও শাহজালালে বাংলাদেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারবেন।