আইন অমান্য করে পলিথিন তৈরি ও দাহ্য রাসায়নিক মজুদের দায়ে পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকার ২২টি কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনভর চালানো এ অভিযানে ৮৫ টন পলিথিন ও পলিথিন তৈরির উপাদান জব্দ করা হয়।
একই সঙ্গে বিচ্ছিন্ন করা হয় অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ। ঝুঁকিপূর্ণ তিনটি ভবন ভেঙে ফেলারও নির্দেশ দেয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সোওয়ারীঘাটের দেবী দাস লেন ও কামালবাগ এলাকার পলিথিন কারখানাগুলোয় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় সেখানে প্রচুর পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির বিভিন্ন উপাদান পাওয়া যায়। পলিথিন উৎপাদন আগে থেকেই নিষিদ্ধ। পাশাপাশি এটি তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোও মারাত্মক দাহ্য পদার্থ। সেগুলো কোনোভাবে আগুনের সংস্পর্শে গেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে।