ভারতে প্রতিদিনই সোয়াইন ফ্লু তে আক্রান্ত রোগীর সংখ্যা বারছে। তবে সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বলিউড অভিনেত্রী সোনাম কাপুর এর নাম। সম্প্রতি রাজকট নামক জায়গায় তার নতুন ছবি ‘প্রেম রতন ধন পাও’ ছবির কাজ চলছিল, এখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের মতে,সোনাম এর শরীরে প্রথমে ইনফ্লুয়েঞ্জার লক্ষন দেখা যায়। এরপর রক্ত পরীক্ষা করলে জানা যায় যে,সোনাম এর শরীরে সোয়াইন ফ্লু’র জীবানু রয়েছে। মাস খানেক আগেও সোনাম শ্বাসকষ্টের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে সোনাম কে অতিদ্রুত মুম্বাইতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র :dailybinodon