সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত তুরস্ক সীমান্তবর্তী শহর আজাজে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জন হয়েছে। শহরের আদালত প্রাঙ্গণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে যা তুরস্ক সীমান্ত থেকে ৭ কিলোমিটারের মধ্যে অবস্থিত।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জ্বালানিভর্তি ট্রাকের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। নিহতদের মধ্যে ৬ জন সিরীয় বিদ্রোহী রয়েছে। এছাড়া বাকিরা সবাই বেসামরিক জনগণ।
সিরিয়াজুড়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় কার্যকর হওয়া অস্ত্রবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। আজাজ শহর সম্প্রতি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর নিয়মিত লক্ষ্যে পরিণত হয়েছে। উল্লেখ্য, আইএস ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্ট এই অস্ত্রবিরতির বাইরে রয়েছে।
এখনো নিশ্চিতভাবে জানা যায়নি কে শনিবারের এই বিস্ফোরণের পেছনে রয়েছে। কোনো কোনো প্রতিবেদনে বলা হচ্ছে বিস্ফোরণে ৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো বেশি। ক্রুসেড যুদ্ধের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই শহর ২০১৩ সালে আইএস দখল নিয়েছিল, কিন্তু ২০১৪ সালে তাদের উৎখাত করা হয়।
বর্তমানে আলেপ্পোসহ বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত আসাদ সরকার বিরোধী ও বিদ্রোহীরা আজাজে অবস্থান করছে। বিবিসি।