অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যেহেতু আমাদের গড় আয়ু বেড়েছে। তাই সিনিয়র সিটিজেনদের বয়স ৬৫ বছরে উন্নীত করা প্রয়োজন।

আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘অবসর’ আমার আনন্দ ভুবন রিসোর্ট এর দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমানে প্রবীণ বয়স ৬০ বছর রয়েছে, তা ৬৫ বছরে উন্নীত করা হবে এবং এই উন্নীত করার কার্যক্রম বর্তমান সরকার আমলে, আগামী ১ বছরের মধ্যে সম্পন্ন হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব দিলদার রহমান প্রমুখ।